মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮
রাজনৈতিক আলাপের ‘ট্যাবু’ ভাঙার গল্পে নির্মিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি।
সিনেমার পরিচালক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তিনি জানিয়েছেন, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট ও চট্টগ্রামের বালি আর্কিডে সিনেমাটির ১৪টি শো চলবে।
প্রত্যাশার কথা জানিয়ে সানি বলেন, "চলচ্চিত্রটি তৈরি করা ছিল এক অদ্ভুত, কঠিন এবং সুন্দর অভিজ্ঞতা। এই সিনেমায় ভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি দর্শক সিনেমার সঙ্গে সংযোগ তৈরি করতে পারবে।"