বিপিএল: হ্যাটট্রিক পেলেন না শরীফুল, অষ্টম উইকেট হারাল নোয়াখালী
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৮
টানা দুই বলে উইকেট শরীফুলের
নোয়াখালীর ইনিংসে এবার জোড়া আঘাত হানলেন শরীফুল। পরপর দুই বলে তিনি ফিরিয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে। ৩ ওভারে ৮ রান দিয়ে এই ম্যাচে এখন পর্যন্ত শরীফুলের উইকেট ৩টি। ১৬ ওভারে নোয়াখালীর রান ৮ উইকেটে ১০৬।
এবারের বিপিএলে সব মিলিয়ে শরীফুলের উইকেটসংখ্যা এখন ১৬টি।
মেহেদীর তৃতীয় শিকার
নোয়াখালী: ১৪ ওভারে ৯৪/৬
ওপেনার হাবিবুর রহমান সোহান আজ উইকেটে এসেছিলেন পাঁচ নম্বরে। ক্রিজে আসার পর থেকেই বড় শট খেলার চেষ্টা করছিলেন হাবিবুর। এর আগে তানভীরের বলে একবার জীবনও পেয়েছেন। তবে এবার আর নয়!
মেহেদীর বলে ১১ রান করে তানভীরের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।