উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬

ডেইলি স্টার উত্তরা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১১

রাজধানীর উত্তরা ১১ নম্বরে সেক্টরের একটি আবাসিক ভবনে আগুনে অন্তত ছয়জন মারা গেছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি রফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, এখন পর্যন্ত আমরা বিভিন্ন হাসপাতালে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।


মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান, হারেস ও তার ছেলে রাহাব। 


আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।


ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও