রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহত ৩

প্রথম আলো উত্তরা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৮

রাজধানীর উত্তরায় একটি সাততলা বাড়িতে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ৭টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে।


ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা জানার ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে পৌঁছে যায়। এটি সাততলা বাসা ছিল। এর মধ্যে দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।


এ আগুনে এত হতাহত কেন—এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোয় আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।


সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর সকাল ১০টার দিকে তা নেভানো হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও