জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত
জোট ত্যাগের আভাস দিয়ে বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে।
ইসলামপন্থি এই জোটের কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছেন জোট নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জরুরি বৈঠক বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা।
বৈঠকে উপস্থিত একটি দলের চেয়ারম্যান জানান, তাদের এই মোর্চার নাম হবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’।
তিনি বলেন, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা হিসেবে কোন দলের কত আসন, তা ঘোষণা করা হবে। বাকি ৫০ আসন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের পর বণ্টিত হবে।
প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন।
এদিন দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়। দুপুর পৌনে ৩টার দিকে বৈঠক শেষ হয়।