‘ইন্টারনেট বন্ধ করে গণহত্যা’: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, জানা যাবে আগামী ২১ জানুয়ারি।
বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালে পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ ও জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
শুনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এসব অভিযোগের সঙ্গে জয় ও পলকের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে এ মামলায় অভিযোগ গঠন না করাসহ তাদের অব্যাহতির আবেদন করেন এই দুই আইনজীবী।
তবে প্রসিকিউশনের পক্ষে জয় ও পলকের অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল।