গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:১৭
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ‘হ্যাঁ–তে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন’ স্লোগানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ বুধবার ডাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রকাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’–তে গণরায় প্রদান করার মাধ্যমে চিরতরে ফ্যাসিবাদী কাঠামো বন্ধ করে দেওয়া হবে।