অভিনয়ে আর নিয়মিত হবেন না, বললেন মৌটুসী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:১৪

একসময় নিয়মিত অভিনয় ও উপস্থাপনায় সক্রিয় থাকা অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বর্তমানে অভিনয় থেকে বেশ দূরে। পর্দার চেয়ে পারিবারিক জীবন ও বাবার কৃষিকাজ সামলানোর দায়িত্ব তার সময়ের বড় একটা অংশ জুড়ে দখল করে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।


এখন খুলনায় অবস্থানরত এই অভিনেত্রী গ্লিটজকে জানিয়েছেন, অভিনয়ে নিয়মিত হওয়ার তেমন কোনো পরিকল্পনা তার নেই।


মৌটুসীর কথায়, জীবনের এই পর্যায়ে অভিনয়ের অনুপস্থিতি তাকে তেমনভাবে নাড়া দেয় না; বরং গল্প, সময় ও জীবনযাত্রার সঙ্গে মিললেই কেবল কাজে ফেরার সিদ্ধান্ত নেবেন তিনি।


মৌটুসী বলেন, “অভিনয় নিয়মিত হওয়া হবে না। মাঝে মাঝে করতে পারি আবার একেবারেই নাও করতে পারি। অভিনয়ে নিয়মিত আর হব না কখনোই, আমাকে ঢাকা ও খুলনা মিলিয়ে থাকতে হয়। খুলনায় আমি কৃষি কাজের সাথে যুক্ত, তাই প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময় আমাকে খুলনায় থাকতে হয় সবকিছু দেখাশোনার জন্য। ঢাকায় আমার সংসার, আবার খুলনায় আমার বাবার বাড়ি দুটো সংসারই আমাকে সামলাতে হয়। খুলনা ঢাকা করতে করতেই আমার সময় চলে যাচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও