সংশোধিত এডিপিতে স্থানীয় সরকারে জোর, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় কাটছাঁট

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২৩

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে বরাদ্দ কমিয়ে স্থানীয় সরকার খাতে বাড়িয়েছে সরকার।


গতকাল সোমবার চলতি অর্থবছরের সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এতে মোট বরাদ্দ ১২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।


সংশোধিত এডিপিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ মূল প্রস্তাবিত ১৮ হাজার ১৪৮ কোটি টাকা থেকে প্রায় ৭৪ শতাংশ কমানো হয়েছে। একইভাবে শিক্ষা খাতের ক্ষেত্রেও মূল বরাদ্দ ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা থেকে প্রায় ৩৫ শতাংশ কমেছে।


অন্যদিকে, স্থানীয় সরকার খাতে বরাদ্দ ১২ শতাংশ বাড়িয়ে ১৩ হাজার ৪৭২ কোটি টাকা করা হয়েছে।


তবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়নের মাধ্যমে বিভিন্ন কমিউনিটি সহায়তা কার্যক্রম মিলিয়ে স্থানীয় সরকার বিভাগই সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে—৩৭ হাজার ৫৩৪ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও