বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট
ধানমন্ডি থেকে আপনি যাবেন মতিঝিলের এক অফিসে; কিন্তু আপনি বুঝতে পারছেন না যাওয়াটা ঠিক হবে কি না। শুনেছেন, মতিঝিলে কী একটা নিয়ে মারামারি হচ্ছে। সকালের বৃষ্টিতে জমা পানিও নাকি তখনো সরেনি শাপলা চত্বরের আশপাশ থেকে। রাস্তায় তীব্র যানজট।
আপনি মতিঝিলের ওই অফিসে ফোন করে জানিয়ে দিলেন, ‘ভাই, আপনাদের ওদিকে নাকি পরিস্থিতি ভালো নয়। আজ আসছি না।’ কিন্তু তারা বলছে, মতিঝিলে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। আপনার মনে তবু সংশয়। আপনাকে আশ্বস্ত করতে তখন তারা একজনকে দায়িত্ব দিল রাস্তায় নেমে পরিস্থিতি বুঝে জানাতে। তিনি গিয়ে দেখবেন মতিঝিলে সত্যিই কি গোলমাল! রাস্তায় কি আসলেই পানি জমে আছে? সব দেখেশুনে তিনি ওই অফিসকে জানাবেন মতিঝিল আর রাস্তাঘাটের প্রকৃত পরিস্থিতি। তারা তখন আপনাকে জানাবে—এই হলো অবস্থা। সব জেনেবুঝে মতিঝিলে যাবেন কি না, সে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন আপনি।
এটি বিশেষ পরিস্থিতিতে আপনাকে আশ্বস্ত করতে ওই অফিসের নেওয়া বিশেষ ব্যবস্থা। আবার এমনও হতে পারে, ওই অফিসের সঙ্গে আপনার এ রকম একটা শর্তই আছে যে আপনি মতিঝিলে যাওয়ার আগে সব সময় তারা তৃতীয় কাউকে দিয়ে মতিঝিলের অবস্থা সম্পর্কে আপনাকে জানাবে। তারপর আপনি ঠিক করবেন মতিঝিলে যাবেন কি যাবেন না। বা আপনার নিরাপদে সেখানে যাওয়ার জন্য কী ব্যবস্থা নিতে হবে, সেটা ওই অফিসকে জানাবেন।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এখানে আপনি হলেন বাংলাদেশসহ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সব ক্রিকেট বোর্ড, মতিঝিলের অফিসটি আইসিসি আর যে ব্যক্তিকে মতিঝিলের ওই অফিস পরিস্থিতি বোঝার দায়িত্ব দিয়েছিল, সে আইসিসির স্বাধীন নিরাপত্তা বিশ্লেষক দল।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ