এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন
প্রথম আলো
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ২২:৪৯
ঢাকায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই দেশের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রীর সুন্দর স্মৃতি জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওয়াশিংটন থেকে আজ সোমবার বিকেলে ঢাকায় পৌঁছে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
ঢাকায় মার্কিন দূতাবাস সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ১২ জানুয়ারি (আজ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ঢাকায় মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মার্কিন রাষ্ট্রদূত