ডটবিডি ডোমেইনে মূল্যছাড় ও ইন্টারনেটে ৩ গুণ গতি বৃদ্ধি

বণিক বার্তা প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:১০

দেশীয় ডিজিটাল ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছে। দেশের মানুষ ও প্রতিষ্ঠানকে ডটবিডি ডোমেইন ব্যবহারে উৎসাহিত করতে বিটিসিএল ডটবিডি ডোমেইনের জনপ্রিয় দুটি ক্যাটাগরিতে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে .bd Third Level domain (যেমন abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন abc.bd)।


হালনাগাদ মূল্যে (প্রতি ডোমেইন/বছর) .bd Third Level Domain (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি কমে হয়েছে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১,০২০ টাকা। .bd Second Level Domain (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি কমে হয়েছে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা। ডটবিডি ডোমেইন সহজলভ্য, স্থানীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্য এবং দেশীয় সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিং সুবিধা দেয়। অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও