বিশ্বজুড়ে গ্রেফতার ও অভিযানের পরও বাড়ছে র্যানসমওয়্যার হামলা
বণিক বার্তা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৯
বিশ্বজুড়ে এখনো বড় ধরনের সাইবার হুমকির নাম র্যানসমওয়্যার। বিভিন্ন দেশে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গ্রেফতার ও অপরাধী চক্র ভেঙে দেয়ার চেষ্টা চললেও ২০২৫ সালে এ ধরনের হামলা কমেনি। বরং আগের বছরের তুলনায় র্যানসমওয়্যার হামলা আরো বেড়েছে। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান এমসিসফটের এক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেকরাডার।
‘দ্য স্টেট অব র্যানসমওয়্যার ইন দ্য ইউএস: রিপোর্ট অ্যান্ড স্ট্যাটিস্টিকস ২০২৫’ শীর্ষক এ প্রতিবেদনে ২০২৩-২৫ সাল পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে র্যানসমলুকডটআইও ও র্যানসমওয়্যারডটলাইভ নামের দুটি তথ্যভাণ্ডারের উপাত্ত ব্যবহার করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, বড় বড় অপরাধী গোষ্ঠী বন্ধ হয়ে গেলেও সামগ্রিকভাবে হামলার সংখ্যা কমেনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- র্যানসমওয়্যার