ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় উপকারী?
ডায়াবেটিস নিয়ে জীবনযাপন সহজ নয়। শুধু পছন্দের খাবার বাদ দেওয়াই নয়, দিনের শুরুটাও করতে হয় বেশ সতর্ক হয়ে। ঘুম থেকে উঠে দুধ-চিনি দিয়ে কড়া চা খাওয়া চলে না, আবার ব্রেকফাস্টে জুস, কর্নফ্লেক্সও এড়িয়ে চলতে হয়। কারণ এসব খাবার ও পানীয় নিঃশব্দে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। অথচ সকালবেলা শরীরের প্রয়োজন হয় হাইড্রেশন ও এনার্জি—চা ছাড়া সেই চাহিদা মেটানো যাবে কিভাবে? চলুন, জেনে নিই।
হালকা গরম লেবুর পানি
দিনের শুরুতে খালি পেটে হালকা গরম লেবুর পানি খেতে পারেন। এক কাপ গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে না। পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।
গ্রিন টি
চা দিয়ে দিন শুরু করতে চাইলে গ্রিন টি হতে পারে ভালো বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিন ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। গ্রিন টি প্রদাহ কমায়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং একাধিক ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
দারুচিনির পানি
এক গ্লাস পানিতে এক চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে পান করুন। স্বাদে হালকা মিষ্টি হলেও দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। সকালে দারুচিনির পানি খেলে সুগার ওঠানামা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে।
ভেষজ পানীয়
পুদিনা পাতার পানীয়, আদা দিয়ে লিকার চা বা আদা-তুলসির পানীয়ও ডায়াবিটিস রোগীদের জন্য উপযোগী।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ