সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
বলিউডের কৌতুকমঞ্চে ‘মিমিক্রি’ দীর্ঘদিন ধরেই দর্শক হাসানোর জনপ্রিয় মাধ্যম। কিন্তু সেই নকল যখন চরিত্রের গভীরে পৌঁছে যায়, তখন তা আর শুধু অনুকরণে সীমাবদ্ধ থাকে না, রূপ নেয় অভিনয়ে। ঠিক এমনই এক পারফরম্যান্সে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সুনীল গ্রোভার।
নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র এক পর্বে আমির খানকে অনুকরণ করে সুনীলের অভিনয় কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভাইরাল সেই ভিডিও ঘিরে দর্শকের উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয়েছে খোদ আমির খানের প্রকাশ্য প্রশংসা।
সম্প্রতি ভিডিও সাক্ষাৎকারে সুনীল গ্রোভারের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমির খান বলেন, তিনি একে মিমিক্রি বলতে রাজি নন। আমিরের ভাষায়, ‘আমি এটাকে মিমিক্রি বলব না। ওর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল, নিজেকেই দেখছি পর্দায়। অনুষ্ঠানটার একটা ছোট ক্লিপ দেখেছি, এবার পুরো পর্বটা দেখব।’ হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আমি এত জোরে হেসেছি যে শ্বাস নিতে পারছিলাম না। এতে কোনো বিদ্রূপ ছিল না, যা ছিল তা একেবারেই খাঁটি আনন্দ।’
- ট্যাগ:
- বিনোদন
- ভাইরাল
- অনুকরণ
- সুনীল গ্রোভার