গ্যাস–সংকটে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:০৫

রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা সিয়াম রায়হান বাসায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করেন। গত মঙ্গলবার দুপুরে তাঁর বাসায় সিলিন্ডারে থাকা গ্যাস শেষ হয়ে যায়। এরপর দুই দিন মোহাম্মদপুর ও ধানমন্ডির কয়েকটি এলাকায় এলপিজির সিলিন্ডার খুঁজেও কিনতে পারেননি। পরে গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক চুলা কেনেন তিনি।


সিয়াম রায়হান বলেন, ‘দুই দিন ধরে বাসায় কোনো রান্নাবান্না নেই। বাইরে থেকে খাবার এনে খাচ্ছি। এ জন্য আজ বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিনতে এসেছি।’


বর্তমানে দেশে বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। বিশেষ করে তিন দিন ধরে এ সংকট চরম পর্যায়ে গেছে। ভোক্তারা দোকানে দোকানে ঘুরেও সিলিন্ডার কিনতে পারছেন না। আবার কেউ সিলিন্ডার পেলেও দাম দিতে হচ্ছে দেড়-দুই গুণ। অন্যদিকে রাজধানীর অধিকাংশ এলাকায় লাইনের গ্যাসেও চাপ কম। অনেক এলাকায় দিনে লাইনে কোনো গ্যাসই থাকছে না। এমন বাস্তবতায় হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও