৩৮ বছর বয়সেও শিখছেন মইন আলি
বয়স ৩৮ পেরিয়ে গেছে অনেক আগেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দেড় বছর হতে চলল। এখন কেবল ফ্র্যাঞ্চাইজি কিছু টুর্নামেন্টেই টিকে আছে মইন আলির ক্রিকেট ক্যারিয়ার। সেখানেও উঠতি ও তরুণ ক্রিকেটাররা তাকে থাকে দিকে, চেষ্টা করে তার কাছ থেকে শিখতে। কিন্তু সেই মইনই বলছেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও শেখার তাড়নার শেষ নেই তার।
সেই তাড়নার ছাপ তার পারফরম্যান্সেও পড়ে নিয়মিতই। বিপিএলে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্সের ৪ উইকেটের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দা ম্যাচ তিনি।
ম্যাচের পরে তাকে জিজ্ঞেস করা হয় চেন্নাই সুপার কিংসে তার অভিজ্ঞতা নিয়ে। আইপিএলে তিনি খেলেছেন আট মৌসুমে, এর মধ্যে চারটি চেন্নাই সুপার কিংসে হয়ে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের সফলতম দল এটি। এই দলের নেতৃত্বে ও ব্যাটিংয়ে বছরের পর বছর অসাধারণ পারফরম্যান্সে কিংবদন্তি হয়ে উঠেছেন মাহেন্দ্র সিং ধোনি। এই দলের ভেতরের আবহ আর তাদের ক্রিকেটীয় সংস্কৃতি নিয়ে কৌতূহল আছে অনেকেরই।
- ট্যাগ:
- খেলা
- অবসর
- আন্তর্জাতিক ক্রিকেট
- মঈন আলী