শীতে চাহিদা কম, অলস পড়ে থাকে ৭৫% বিদ্যুৎকেন্দ্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯

চাহিদা কমে যাওয়ায় শীতকালে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত অলস পড়ে থাকছে।


এমনকি এ মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ও বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতার ৬০ শতাংশ কাজে লাগে না। এটি গ্রহণযোগ্য মাত্রার তিনগুণেরও বেশি বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।


হিসাব বলছে, শীতের মধ্যে তুলনামূলক উষ্ণ আবহাওয়ায় বিদ্যুতের উৎপাদন সক্ষমতা দেশে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় সেটির তুলনায় ১৬৩ শতাংশ বেশি। আর শীতকালের সবচেয়ে ঠান্ডা সময়ে যে বিদ্যুৎ ব্যবহার হয় তা থেকে উৎপাদন সক্ষমতা বেশি ৩২৫ শতাংশের বেশি।


জ্বালানি বিশেষজ্ঞদের মতে, উৎপাদনের এ অতিরিক্ত সক্ষমতা বিদ্যুৎ ও জ্বালানি নীতি ও পরিকল্পনার ত্রুটির বহিঃপ্রকাশ।


এর মূল কারণ হিসেবে তারা বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত লক্ষ্যমাত্রাকে দুষছেন, যা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়েছে। এর কারণ অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনলেও সেগুলোকে কিছু চার্জ দিতে হয়।


দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৮ হাজার ৯৪৯ মেগাওয়াট। এর বিপরীতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছু কিছু সময় বিদ্যুতের চাহিদা ৭ হাজার মেগাওয়াটের নিচে নেমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও