প্রথম ‘সাইড-ফোল্ডএবল’ ফোন আনছে মটোরোলা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:০৭
প্রথমবারে মতো সাইড-ফোল্ডএবল বা বইয়ের মতো ভাঁজ করা যায় এমন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে আমেরিকান প্রযুক্তি কোম্পানি মটোরোলা।
এ ফোনের মাধ্যমে গুগলের ‘পিক্সেল ১০ প্রো’ ফোল্ড ও স্যামসাংয়ের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’-এর মতো ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল মটোরোলা।
‘রেজর ফোল্ড’ নামের এই ফোনে রয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চির বাইরের পর্দা এবং ৮ দশমিক ১ ইঞ্চির মূল ফ্লেক্সিবল ডিসপ্লে। তবে ফোনটির সঠিক মাপ এখনও জানায়নি কোম্পানিটি। ফোনটি ঠিক কতটা পুরু তা এখনই জানা সম্ভব হচ্ছে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভাঁজ করা স্মার্টফোন