এআই ব্যবহারে স্যামসাংয়ের মুনাফা তিনগুণ হতে পারে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় রেকর্ড মুনাফার পথে হাঁটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্যামসাং।


বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক হিসাবে স্যামসাং জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে তাদের অপারেটিং প্রফিট হতে পারে প্রায় ২০ ট্রিলিয়ন ওন। এক বছর আগে একই সময়ে এই মুনাফা ছিল ৬ দশমিক ৪৯ ট্রিলিয়ন ওন। এটি স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা।


বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ঘিরে ডেটা সেন্টার, সার্ভার ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের চাহিদা বাড়ায় মেমোরি চিপের দাম দ্রুত বেড়েছে। যা স্যামসাংয়ের আয়ে বড় ভূমিকা রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ড্রাম চিপের কিছু কনট্রাক্ট মূল্য আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও