চ্যাটজিপিটির নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

ওপেনএআই বুধবার আনুষ্ঠানিকভাবে চ্যাটজিপিটি হেলথ নামে একটি নতুন ফিচার উন্মোচন করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাদাভাবে নির্দিষ্ট পরিসরে কথা বলতে পারবেন।


মানুষ আগেও চ্যাটজিপিটিকে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নানা প্রশ্ন করত। ওপেনএআই জানিয়েছে, প্রতি সপ্তাহে প্রায় ২৩ কোটি মানুষ এই প্ল্যাটফর্মে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে প্রশ্ন করেন। তবে নতুন চ্যাটজিপিটি হেলথ ফিচারে এসব আলোচনা ব্যবহারকারীর অন্যান্য চ্যাট থেকে আলাদা রাখা হবে। ফলে ব্যবহারকারীর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বা কথোপকথনের প্রেক্ষাপট স্বাভাবিক চ্যাটে হঠাৎ করে উঠে আসবে না।


যদি কোনো ব্যবহারকারী এই ফিচারের বাইরে স্বাস্থ্য নিয়ে কথা বলতে শুরু করে, তাহলে চ্যাটজিপিটি নিজেই তাকে হেলথ ফিচার ব্যবহারে উৎসাহিত করবে।


তবে এই ফিচার পুরোপুরি বিচ্ছিন্নও নয়। এখানে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের সাধারণ চ্যাটের কিছু প্রাসঙ্গিক তথ্য মনে রাখতে পারবে।


তবে ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, হেলথ ফিচারের কথোপকথন তাদের এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও