‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন—গত কয়েক দিনে এই বিষয়গুলো হয়ে উঠেছে ‘টক অব দ্য টাউন।’ বিশ্বকাপ মাঠে গড়াতে এক মাসও বাকি নেই। টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, আরও বেশি জটিলতা তৈরি হয়েছে।


মোস্তাফিজকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই।


মোস্তাফিজ ও বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয় নিয়ে ভারতের এক সাংবাদিকের সঙ্গে ‘অ্যাশ কি বাত’ নামে এক অনুষ্ঠানে আলাপ-আলোচনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। যদি বাংলাদেশ দলের ভেন্যু বদলে যায়, সেটা দৃষ্টিকটু হবে বলে মনে করেন অশ্বিন। ৩৯ বছর বয়সী ভারতের এই তারকা স্পিনার বলেন, ‘বিসিবি এই ঘটনায় (মোস্তাফিজকে বাদ দেওয়া) প্রতিক্রিয়া দেখিয়েছে। আইসিসির কাছে চিঠি লিখেছে যে মোস্তাফিজ ভারতে যেতে পারবে না। তখন তাদের (বাংলাদেশ ক্রিকেট) কী হবে? বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো কি শ্রীলঙ্কায় নেওয়া যায়? তাতে পুরো সূচিতে পরিবর্তন আনতে হবে। তখন ব্যাপারটা আরও জটিল হবে। ক্রিকেটীয় দিক থেকে এটা তো দুর্ভাগ্যজনক। অন্যান্য দেশের নাগরিকেরা তখন ভাববেন কোথায় সফর করা যাবে আর কোথায় সফর করা যাবে না। সেক্ষেত্রে (বাংলাদেশের ভেন্যু পরিবর্তন) সূচিতে জটিলতা তৈরি হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও