নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র সফল হবে না: সালাহউদ্দিন আহমেদ

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনাকে 'পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র' বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


তিনি বলেছেন, গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে।


আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।


মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের কাছে তাকে গুলি করে হত্যা করে।


সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা দেখছি, সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালের ঘটনাটিও তারই একটি অংশ। হতে পারে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে কিছু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না। এ দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও