যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আইসিই এজেন্টের গুলিতে নারী নিহত
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে আইসিই এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।
তবে কীভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, তা নিয়ে ফেডারেল ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের বক্তব্যে বিশাল ফারাক রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, নিহত নারী রেনি নিকোল গুড একজন 'সহিংস দাঙ্গাবাজ' ছিলেন।
তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন এক এজেন্ট আত্মরক্ষার জন্য তার গাড়ির দিকে গুলি ছোড়েন।
এই বক্তব্য মানছেন না স্থানীয় (শহর) ও অঙ্গরাজ্য সরকারের প্রতিনিধিরা। একইসঙ্গে জাতীয় পর্যায়ের ডেমোক্রেট নেতারাও সেই সরকারি বিবরণকে প্রশ্নবিদ্ধ করছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গুলিতে নিহত