১৫ বছর পর জয় ও কুসুম

প্রথম আলো প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪

একসময় নিয়মিত একসঙ্গে কাজ করতেন। পর্দায় তাঁদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। তারপর সময়ের টানে দূরত্ব—কেটে গেল লম্বা ১৫ বছর। সেই বিরতি ভেঙে আবারও একই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। তবে টেলিভিশনের নাটকে নয়, দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’–এ। পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম নিজেই।


শাহরিয়ার নাজিম জানান, তিন পর্বের এই সিরিজটি নির্মিত হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রবাদটি—‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’। তিনি বলেন, ‘এমন একটি গল্পে অভিনয় করা একজন পেশাদার শিল্পী হিসেবে আমার জন্য দারুণ আনন্দের।’


দুই যুগ আগে বিনোদন জগতে যাত্রা শুরু হয়েছিল জয় ও কুসুমের। ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন কুসুম সিকদার। সে বছরই তাঁর অভিনয়জীবনের প্রথম নাটক বিয়ের আংটিতে তাঁর সহশিল্পী ছিলেন জয়। এরপর বেশ কিছু নাটকে নিয়মিত সহশিল্পী হিসেবে দেখা গেছে তাঁদের। মাঝখানে প্রায় আট বছর টেলিভিশন নাটক থেকে দূরে ছিলেন কুসুম। তারও সাত বছর আগে জয়–কুসুমকে শেষবার একসঙ্গে দেখা যায় ছোট পর্দায়। সেই সময়ে অভিনয়ের পাশাপাশি বড় পর্দার কাজেও মন দেন কুসুম। স্মৃতি উসকে দিয়ে জয় বলেন, ‘কুসুমের অভিনয়জীবনের শুরুর নাটকের সহশিল্পী ছিলাম আমি। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। দীর্ঘদিন পর আবার একসঙ্গে অভিনয় করা নিঃসন্দেহে দারুণ একটি অভিজ্ঞতা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও