নক্ষত্রহীন এক রহস্যময় মহাজাগতিক বস্তুর সন্ধান দিয়েছে হাবল স্পেস টেলিস্কোপ

প্রথম আলো প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

মহাকাশে সম্পূর্ণ নতুন ধরনের এক মহাজাগতিক বস্তুর সন্ধান দিয়েছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। ‘ক্লাউড-৯’ নামের মহাজাগতিক বস্তুটি মূলত নক্ষত্রহীন, গ্যাসে ভরপুর একটি মেঘ, যা ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু দ্বারা নিয়ন্ত্রিত। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মহাজাগতিক বস্তুটিকে আদি মহাবিশ্বের গ্যালাক্সি তৈরির একটি অবশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ হিসেবে অভিহিত করছেন। পৃথিবী থেকে ১ কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরে সর্পিল গ্যালাক্সি মেসিয়ার ৯৪ এলাকার কাছে অবস্থান করছে মহাজাগতিক বস্তুটি।


বিজ্ঞানীদের তথ্যমতে, ক্লাউড-৯ হলো একটি রি-আয়োনাইজেশন–লিমিটেড এইচ আই ক্লাউড। এটি প্রধানত নিরপেক্ষ হাইড্রোজেন দিয়ে গঠিত এবং এর ভরের সিংহভাগই হলো ডার্ক ম্যাটার। প্রায় ৪ হাজার ৯০০ আলোকবর্ষ এলাকাজুড়ে বিস্তৃত মহাজাগতিক বস্তুটিতে থাকা হাইড্রোজেনের ভর সূর্যের তুলনায় প্রায় ১০ লাখ গুণ বেশি এবং ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় ৫০০ কোটি সূর্যের ভরের সমান। এটি মূলত একটি ব্যর্থ গ্যালাক্সি, যা মহাবিশ্বের শুরুতে গ্যালাক্সিতে রূপান্তরিত হতে চেয়েও শেষ পর্যন্ত কোনো নক্ষত্র তৈরি করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও