রেয়াল মাদ্রিদের ঘরের ছেলের ‘স্বপ্নের ম্যাচ’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৫০
সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলতে নেমে গোল করছেন, গোটা গ্যালারি গর্জন করছে। অপার্থিব এক অনুভূতি। রেয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠার দিনগুলি থেকেই এমন ছবি নিশ্চয়ই হৃদয়ে অনেকবারই এঁকেছেন গন্সালো গার্সিয়া। উদযাপনের দৃশ্য ফুটিয়ে তুলেছেন কল্পনার চোখে। সেই স্বপ্নগুলোই সত্যি হলো এবার। শুধু একটি গোল নয়, লা লিগায় প্রথম গোল পাওয়ার দিনটি তিনি রাঙালেন স্মরণীয় এক হ্যাটট্রিকে।
লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে রোববার রেয়াল মাদ্রিদের ৫-১ গোলের জয়ে চোখধাঁধানো এক হ্যাটট্রিক উপহার দেন গার্সিয়া।
তার প্রথম গোলটি ছিল বুক দিয়ে বল নামিয়ে দারুণ এক ভলিতে। পরেরটি করেন দৃষ্টিনন্দন ব্যাক ফ্লিকে। শেষটি হেড থেকে। সব মিলিয়ে বলা যায় পরিপূর্ণ এক হ্যাটট্রিক।
- ট্যাগ:
- খেলা