ঝড়ো হাওয়াতেও ‘চিল মুডে’ মুস্তাফিজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৯

নুরুল হাসান সোহান যেমন বলেছিলেন, সেটিই এবার একটু ভিন্ন ভাষায় প্রকাশ করলেন মোহাম্মদ আশরাফুল। রংপুর রাইডার্সের অধিনায়কের মতো ব্যাটিংও কোচও জানালেন, মুস্তাফিজুর রহমান বেশ ফুরফুরেই আছেন। চারপাশের এত তোলপাড় তাকে স্পর্শ করছে সামান্যই।


মুস্তাফিজের মাঠের পারফরম্যান্সেও সেটির কিছু প্রতিফলন পড়ছে। তার বোলিংয়ে ঘাটতির জায়গা বা পারফরম্যান্সে ভাটার টান নেই কোনো। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স যেদিন স্কোয়াড থেকে ছেড়ে দিল এই পেসারকে, এর পর দিনই বিপিএলে স্লগ ওভারে অতিমানবীয় বোলিং করে তিনি প্রতিপক্ষের প্রায় মুঠো থেকে ছিনিয়ে আনলেন জয়। বিতর্কের প্রবল স্রোতের মধ্যে সোমবার আবার মাঠে নেমে শিকার করলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।


স্লগ ওভারে ওই বোলিং মাস্টারক্লাসের পর সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক সোহান বলেছিলেন, আইপিএল থেকে বাদ পড়েও ‘বিন্দাস’ আছেন মুস্তাফিজ। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সোমবারের ম্যাচের পর ব্যাটিং কোচ বললেন আশরাফুল বললেন, বিপিএল ছাড়া অন্য কিছু আপাতত মুস্তাফিজের ভাবনায় নেই।


“ও একদমই চিল মুডে আছে। ও এগুলো নিয়ে একদমই চিন্তিত নয়। এখন এখানে খেলছে রংপুর রাইডার্সের হয়ে, এতেই মনোযোগী। এটার পরে আবার যে অ্যাসাইনমেন্ট আসবে, সেটায় মনোযোগ দিয়ে। অন্য লেভেলের একজন মানুষ।”


গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সে ৪৩ ম্যাচে ৫৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ ওভারপ্রতি মাত্র ৬.৭৮ রান দিয়ে। নতুন বছরের শুরুটাও হলো তার ভালো। এমন একজন বোলারকে পাওয়াটা দলে পাওয়াটা বড় প্রাপ্তি মানছেন আশরাফুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও