অভ্যুত্থানে নিহত ৮ জনের লাশ শনাক্ত রায়েরবাজারে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৯
জুলাই অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা শতাধিক ব্যক্তির মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
সোমবার সকালে রায়েরবাজার কবরস্থান এলাকায় সরকারের পক্ষ থেকে আটজনের নাম পরিচয় জানানো হয়। সেখানে লাশ শনাক্তকরণ কার্যক্রম ও তার ফলাফল উপস্থাপন করেন শিক্ষা উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, “মিনেসোটা প্রটোকল মেনে এখানে কবরস্থ হওয়া ১১৪ জনের লাশ উত্তোলন ও ময়নাতদন্ত করা হয়েছে। তার মধ্যে শনাক্ত আট জন জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত করা হয়েছে। আরো একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশে কখনো এত সংখ্যক লাশ একসাথে কবর থেকে তোলা হয়নি।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- বেওয়ারিশ লাশ