ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, অপেক্ষায় বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:০২

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। মূল ট্রফিটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। বর্তমানে বিশ্বকাপ ট্রফিটি সৌদি আরবের রিয়াদে রয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো এটি ঢাকায় পৌঁছাবে আগামী ১৪ জানুয়ারি। 


গতকাল (শনিবার) সৌদি আরবের রাজধানী শহর রিয়াদে পৌঁছায় বিশ্বকাপের ‍মূল ট্রফি। ওই সময় সেখানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফুটবলাররা ট্রফির সঙ্গে ছবি তোলেন। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার আগে ফিফা ট্রফি যাবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারতে।


বিশ্বকাপ ট্রফি ট্যুরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই পুরস্কার কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগেও ট্রফিটি বাংলাদেশ ট্যুরে এসেছিল। তার আগে ২০০২ ও ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এনেছিল কোকা-কোলা।  


২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। দলের (৪৮) পাশাপাশি বেড়েছে ম্যাচও (১০৪)। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। 


ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি ফিফার মোট ২১১টি সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও