৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে।


বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডটা তাই হলো চমক দিয়েই। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেও স্বস্তিতে নেই কিংস। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে যে নিশ্বাস ফেলছে ফর্টিস এফসি। আজ পিডব্লিউডির স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। কিংস হেরে গেলে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করত মাসুদ পারভেজের দল।


মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কিংস তিনটি গোলই করেছে প্রথমার্ধে। ২৩ মিনিটে ফ্রি কিকে জাল কাঁপান রাফায়েল অগুস্তো। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। ৩১ দলের তৃতীয় গোলটি আসে তাঁর কাছ থেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও