খেরসনে নববর্ষ উদযাপনে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ২৪

জাগো নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত এলাকায় নববর্ষ উদযাপন চলাকালে একটি হোটেল ও ক্যাফেতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।


নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্যে ২৪ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নববর্ষ উদ্‌যাপনে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।


এদিকে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র এসব দাবি প্রত্যাখান করে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, ইউক্রেন কেবল শত্রু সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি-সংক্রান্ত স্থাপনা এবং বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও