নখের হলদে দাগ দূর করতে যা করবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৪১
নখে হলুদ দাগ পড়া সাধারণ সমস্যা, বিশেষ করে রান্না বা গৃহস্থালি কাজের কারণে। কাঁচা হলুদের কারণে বা নিয়মিত কিছু খাবার নখে রঙের ছোপ ফেলতে পারে। দু-তিন বার সাবান দিয়ে হাত ধোয়ার পরেও হলুদের দাগ যেতে চায় না। হাতের তালু থেকে দাগ ফ্যাকাশে হলেও নখ হলুদই থেকে যায়। তবে, ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে সহজেই নখের হলুদ দাগ দূর করা সম্ভব।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে নখের হলুদ দাগ দূর করবেন-
লেবুর রস দিয়ে
লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান নখ ও হাতে হলুদ দাগ কমাতে সহায়তা করে। দুটি লেবুর টুকরো নিয়ে নখ ও হাত ভালো করে মেখে নিন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। এছাড়া গরম পানিতে লেবুর রস ও কয়েকটি লেবু টুকরো দিয়ে হাত ১৫ মিনিট ডুবিয়ে রাখুন, পরে লেবুর টুকরো দিয়ে নখ ঘষলে দাগ দ্রুত দূর হবে।
- ট্যাগ:
- লাইফ
- নখের যত্ন
- নখে সমস্যা