র্যাংকিংয়ে বুমরাহর আরও কাছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তারকা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪
আইসিসি টেস্ট বোলার র্যাংকিংয়ে এবার জসপ্রীত বুমরাহর সঙ্গে ব্যবধান বেশ কমালেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও পাকিস্তান স্পিনার নোমান আলী। আজ (বুধবার) আইসিসি তাদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে।
৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বুমরাহ শীর্ষেই আছেন। তবে তার সঙ্গে এখন ব্যবধান ৩৬ এ কমালেন নোমান ও স্টার্ক। দুজনের রেটিং পয়েন্ট ৮৪৩। অ্যাডিলেডে দারুণ বোলিংয়ের পর দুই নম্বরে উঠে বুমরাহকে চ্যালেঞ্জ জানানো প্যাট কামিন্স চারে নেমে গেছেন। অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে খেলেননি তিনি। কামিন্সের রেটিং পয়েন্ট ৮৪১। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে।
অ্যাশেজ সিরিজে স্টার্ক চার ম্যাচে ১৭.৪২ গড়ে ২৬ উইকেট নিয়েছেন। চলতি বছর ১৭.৫ গড়ে চার ম্যাচে ৩০ উইকেট নেওয়া নোমানও তিন নম্বরে। ইংল্যান্ডের জশ টাং মেলবোর্নে ম্যাচসেরা পারফর্ম করে ১৩ ধাপ এগিয়ে ৩০তম স্থানে।