'থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে যা বললেন মাধবন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৩

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ব়্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই বন্ধুত্বের গল্প আজও দর্শকদের মনে অমলিন। দীর্ঘ ১৫ বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ছবিটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন।


বলিউড পাড়ায় জোর গুঞ্জন খুব শিগগিরই বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস ২’। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে আর মাধবন জানিয়েছেন, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। মাধবনের মতে, ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে নতুন করে শুরু করা বেশ চ্যালঞ্জিং।


মজা করে এই অভিনেতা বলেন, ‘আমরা এখন আর কলেজের সেই তরুণ ছাত্র নই। বয়সের ছাপ আমাদের চেহারায় স্পষ্ট। তাই গল্পের প্রেক্ষাপট কী হবে, সেটা ভাবার বিষয়। কেবল জনপ্রিয়তাকে পুঁজি করে সিক্যুয়েল বানালে মূল ছবির আবেদন নষ্ট হতে পারে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও