সেরা ১০ গ্যাজেট

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১০

২০২৫ সালে বছরজুড়ে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্টওয়াচ, গেমিং কনসোল, হেডফোন, ইয়ারবাড, ড্রোন, ক্যামেরা থেকে শুরু করে নানা ধরনের প্রযুক্তিপণ্য বাজারে এনেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এ বছর বাজারে আসা শতাধিক প্রযুক্তিপণ্যের কাজের ধরন ও সক্ষমতা পর্যালোচনা করে সেরা গ্যাজেটের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ওয়েবসাইট এনগ্যাজেট। সেই তালিকা থেকে স্মার্টফোন, কম্পিউটার ও ল্যাপটপ ছাড়া উল্লেখযোগ্য ১০ গ্যাজেটের তথ্য দেখে নেওয়া যাক।


১. সেরা স্মার্টওয়াচ: অ্যাপল ওয়াচ ১১


নকশায় বড় ধরনের পরিবর্তন না হলেও কার্যকারিতার দিক থেকে অন্য প্রতিষ্ঠানের তৈরি স্মার্টওয়াচের তুলনায় বেশ এগিয়ে রয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপসহ স্মার্টওয়াচগুলোতে স্বাস্থ্যবিষয়ক একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে উচ্চ রক্তচাপ শনাক্তকরণ নোটিফিকেশন অন্যতম। সফটওয়্যার অভিজ্ঞতা, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানার পাশাপাশি আইফোনের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে অ্যাপল ওয়াচ সিরিজ ১১ বেশ এগিয়ে রয়েছে।


২. সেরা গেমিং হ্যান্ডহেল্ড: নিনটেনডো সুইচ ২


মূল ধারণা ও নকশা অপরিবর্তিত থাকলেও গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত হয়েছে নিনটেনডো সুইচ ২ গেমিং হ্যান্ডহেল্ডে। ৭ দশমিক ৯ ইঞ্চি পর্দার উচ্চ রিফ্রেশ রেটযুক্ত দ্রুতগতির নিনটেনডো সুইচ ২–তে বাড়তি স্টোরেজ সুবিধাও রয়েছে। সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন এসেছে নতুন ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট সিস্টেমে। এটি কন্ট্রোলার চালু ও বন্ধ করাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করেছে।


৩. সেরা হেডফোন: সনি ডব্লিউএইচ ১০০০এক্সএম৬


ওয়্যারলেস হেডফোনের বাজারে সনির আধিপত্য নতুন নয়। তবে ডব্লিউএইচ ১০০০এক্সএম৬ সনির অন্য হেডফোনের মান ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। নতুন এই মডেলে শব্দের মান উন্নত করার পাশাপাশি অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা আগের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে। স্বয়ংক্রিয় শব্দ নিয়ন্ত্রণ, ডিএসইই আপস্কেলিংসহ একাধিক স্মার্ট ফিচার থাকায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শব্দের মান নির্ধারণ করতে পারেন। আর তাই সব দিক বিবেচনায় সবচেয়ে ভারসাম্যপূর্ণ ওয়্যারলেস হেডফোন হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছে সনির তৈরি হেডফোনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে