২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর অভিনেতা তিনু এখন কেমন আছেন
অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৬ ডিসেম্বর তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। সেখান থেকে মঙ্গলবার তাঁকে কেবিনে দেওয়ার কথা রয়েছে। খবরটি প্রথম আলোকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
হুমায়রা নওশিন প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চার দিন আগে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। ডাক্তাররা আজ আইসিইউ থেকে কেবিনে দেওয়ার কথা বলেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল এ চিকিৎসায় আর্থিক সংকটে পড়েছে তিনু করিমের পরিবার। এখন পর্যন্ত ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ অভিনেতার চিকিৎসায় এক লাখ টাকা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ টাকার সহায়তা দিয়েছে। এখনো অনেক টাকার প্রয়োজন। হুমায়রা নওশিন বলেন, ‘এখন পর্যন্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অ্যাক্টরস ইকুইটি থেকে আর্থিক সহায়তা পেয়েছি। যে টাকা এখন পর্যন্ত বিল এসেছে, আরও অনেক টাকার প্রয়োজন।’
- ট্যাগ:
- বিনোদন
- শারীরিক অবস্থার উন্নতি