গুরুতর অসুস্থ হয়ে ‘জীবনের সবচেয়ে কঠিন লড়াই’য়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ডেমিয়েন মার্টিন
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন। ৫৪ বছর বয়সী মার্টিন ‘বক্সিং ডে’তে (বড়দিনের পরের দিন) অসুস্থ হয়ে পড়েন।
গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসে এবং ইএসপিএনক্রিকইনফোকে তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে কৃত্রিমভাবে তাঁকে কোমায় (চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধের মাধ্যমে রোগীকে ইচ্ছাকৃতভাবে অচেতন রাখা) রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘চ্যানেল নাইন’ জানিয়েছে, বক্সিং ডেতে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫৪ বছর বয়সী মার্টিন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন মার্টিন।
অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল খেলোয়াড় ব্র্যাড হার্ডি গত মঙ্গলবার তাঁর ‘৬পিআর’ রেডিও অনুষ্ঠানে মার্টিনের অসুস্থতার খবরটি প্রকাশ করেন, ‘ডেমিয়েন মার্টিন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন, অসাধারণ ব্যাটসম্যান...দুর্ভাগ্যজনকভাবে বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং কুইন্সল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। এখন তিনি জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি...আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। কারণ, অবস্থা সত্যিই গুরুতর।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবলার
- মেনিনজাইটিস ভাইরাস