খালেদা জিয়ার পর রাজনীতি কোন পথে?
খালেদা জিয়ার চিরপ্রস্থানে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি হল। তিনি রেখে গেলেন সেই দেশকে, যে দেশের জন্য তিনি লড়ে গেছেন। তিনি রেখে গেলেন একটি রাজনৈতিক দলকে, যে দলকে তিনি প্রায় ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন।
খালেদা জিয়া ও শেখ হাসিনা–দুই নেত্রীর দ্বৈরথে বাংলাদেশের রাজনীতি এগিয়েছে চার দশকের বেশি সময়। দীর্ঘদিন অসুস্থ থেকে একজন রাজনীতির রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন। অন্যজন ক্ষমতাচ্যুত হয়ে কাটাচ্ছেন নির্বাসিত জীবন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবরণের পর ২০১৮ সাল থেকে বিএনপির হাল ধরেছেন তার ছেলে তারেক রহমান; আর চব্বিশের অভ্যুত্থানে পরিবর্তিত বাস্তবতায় দিল্লিতে বসে আওয়ামী লীগ সভাপতি হাসিনা অনলাইনে দলীয় কার্যক্রম চালাচ্ছেন।
সেই অভ্যুত্থানের পরে মাঠের বাস্তবতায় নয়া রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি জোট।
প্রশ্ন হল, দুই নেত্রীর অধ্যায় পেরিয়ে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে যাবে।
আওয়ামী লীগহীন রাজনীতির মাঠে বিএনপির একাচ্ছত্র প্রভাবের নতুন অধ্যায় রচিত হবে? আওয়ামী লীগ কি আবার পুরনো শক্তিতে ফিরে আসার সুযোগ পাবে? নাকি আওয়ামী লীগের শূন্যস্থান জামায়াতের মাধ্যমে পূরণ হয়ে দ্বিদলীয় রাজনীতির নতুন সমীকরণ তৈরি হবে?