স্কুলশিক্ষার্থীদের ব্যাগ ও জুতার বেচাকেনা বেড়েছে
রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সামসুল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। নতুন বছরে তাঁর ছেলে রাফিউল আলম চতুর্থ শ্রেণিতে উঠবে, আর মেয়ে মাইশা আলম প্রথমবারের মতো (প্লে শ্রেণিতে) স্কুলে ভর্তি হবে।
সামসুল আলম বলেন, ‘নতুন বছর উপলক্ষে দুজনই নতুন স্কুলব্যাগ ও জুতা কিনে দেওয়ার আবদার করেছে। শ্যামলীর একটি দোকান থেকে তাদের ব্যাগ ও জুতা কিনে দিয়েছি।’ তাঁর মতো অনেক অভিভাবকই বাচ্চাদের এখন এ রকম ব্যাগ ও জুতা কিনে দিচ্ছেন। ফলে বছরের শেষে স্কুলব্যাগ ও জুতার বেচাকেনা বেড়েছে। কারণ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর পাইকারি বাজারগুলোতে স্কুলব্যাগের বেচাকেনা বেশ জমে উঠেছে। বিক্রেতারা জানান, সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কুলব্যাগ ও জুতা বিক্রি বাড়তে শুরু করে। জানুয়ারি থেকে খুচরা বিক্রি বাড়ে, যা চলে ফেব্রুয়ারি পর্যন্ত। বাজারে এখন ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড—উভয় ধরনের স্কুল জুতারই ভালো চাহিদা রয়েছে। ক্রেতা আকর্ষণে বিভিন্ন কোম্পানি মূল্যছাড় দিচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- স্কুল ব্যাগ