প্রধান শিক্ষকের ভুলে বৃত্তি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯
কুড়িগ্রামের চিলমারীতে প্রধান শিক্ষকের অবহেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি একটি বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। রোববার (২৮ ডিসেম্বর) বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রবেশপত্র না পাওয়ায় তারা পরীক্ষাকেন্দ্রে বসতে পারেনি।
ঘটনাটি ঘটেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিশাদ বাবু, মেহেদী, সুমাইয়া আক্তার জানায়, তারা আগেই পরীক্ষার ফি জমা দিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিলেও পরীক্ষার দিন জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে।
অভিভাবক আবু বক্কর সিদ্দিক বলেন, প্রধান শিক্ষকের গাফিলতির কারণে তার মেয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রধান শিক্ষক