আরও এক পেসারকে হারালো ইংল্যান্ড
অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন। বাম হ্যামস্ট্রিংয়ের চোটে খেলা হচ্ছে না তার। ইংলিশদের তৃতীয় পেসার হিসেবে অ্যাশেজ থেকে ছিটকে পড়লেন তিনি।
এর আগে মার্ক উড ও জোফরা আর্চার ছিটকে যান। এবার মেলবোর্নে চতুর্থ টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলেন অ্যাটকিনসন।
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিজের পঞ্চম ওভারের শেষ বল করতে এসে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন অ্যাটকিনসন। এরপর সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন। গত শনিবার স্ক্যান করার পর জানা যায় চোটের খবর।
তিনি আর মাঠে না ফিরলেও সহজেই চতুর্থ টেস্ট জিতে সিরিজে জয়ের মুখ দেখেছে সফরকারীরা। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হওয়ার পর চার উইকেট হাতে রেখে ১৭৫ রানের লক্ষ্য পূরণ করে। দীর্ঘ ১৫ বছর তথা ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতে ইংল্যান্ড।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ