করপোরেট জগতে কল্পনাতীত উত্থান ও নির্মম পতন

বণিক বার্তা প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

একসময় দাপুটে উদ্যোক্তা ছিলেন এমএ খালেক। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ এক ডজনের বেশি প্রতিষ্ঠান গড়ে তোলায় ভূমিকা ছিল তার। দেহরক্ষীবেষ্টিত হয়ে চলাফেরা করতেন দামি গাড়িতে। পরতেন বিশ্বখ্যাত নামি-দামি ব্র্যান্ডের স্যুট-জুতা।


রাজধানীর অভিজাত গুলশান-বারিধারায় বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ছিল তার। কিন্তু সময়ের পরিক্রমায় দাপুটে এ উদ্যোক্তার শেষ জীবন ছিল নিঃসঙ্গ, মৃত্যু হয়েছে পরিবার থেকে দূরে। অর্থ আত্মসাতের মামলায় কারাগারে থাকা এমএ খালেক ১৩ ডিসেম্বর রাতে মারা গেছেন। কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে ৬ ডিসেম্বর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এমএ খালেকের অন্তিম যাত্রায় কাছে ছিলেন না স্ত্রী-সন্তান। তারা কানাডায় থাকায় কারা কর্তৃপক্ষের কাছ থেকে এমএ খালেকের মরদেহ গ্রহণ করেন ভাতিজা কবির হোসেন। এরপর তাকে কোথায় সমাহিত করা হয়েছে, সে তথ্য চেষ্টা করেও জানা যায়নি। এ উদ্যোক্তার মৃত্যু সংবাদ কোথাও আলোচনায়ও আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও