হাদি হত্যার বিচার দাবি: ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ
ডেইলি স্টার
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ।
বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে ঢাকার শাহবাগ, চট্টগ্রামের নতুনব্রিজ, রাজশাহীর তালাইমারী, সিলেটের চৌহাট্টা, খুলনার শিববাড়ি মোড়ে, বরিশালের নথুল্লাবাদে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এছাড়া, গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, কুমিল্লার পূবালী চত্বরে সড়ক অবরোধ করা হয়।
এতে রাজশাহী-ঢাকা, বরিশাল-ঢাকা, ময়মনসিংহ-ঢাকা ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।