লুকিয়ে লুকিয়ে প্রেম, ঘনিষ্ঠতা, অতঃপর...

প্রথম আলো প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯

বিনোদন দুনিয়ার অনেক বড় তারকাদের প্রেমের গল্প ও এত ধরনের ঘটনা আছে যে চাইলে আপনি বইও লিখতে পারেন। বেশির ভাগ তারকাই সম্পর্কের কথা শুরুতে আনুষ্ঠানিকভাবে জানান না। কখনো লুকিয়ে ডিনার ডেট, সমুদ্রসৈকতে অবকাশযাপন, পাপারাজ্জিদের ক্যামেরায় ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার পর শুরু হয় সম্পর্কের গুঞ্জন।


শুরুতে কেউই স্বীকার করেন না কিন্তু গুঞ্জন ডালপালা মেলতেই থাকে। একপর্যায়ে লুকোচুরি লুকোচুরি গল্প শেষ করে একেবারে বিয়ের পিঁড়িতে বসেই সম্পর্ক আনুষ্ঠানিক করেন অনেক তারকা। এই সময়ে কিছুদিন আগে ভারতীয় তারকা যুগল সামান্থা রুথ প্রভু আর রাজ নিধিমোরু ক্ষেত্রে। তবে কেবল তাঁরাই নন, বিনোদন দুনিয়ায় আরও অনেক তারকাই এমন কাণ্ড করেছেন। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকজন তারকার কথা।


সামান্থা রুথ প্রভু ও রাজ নিধিমোরু


ভারতের দক্ষিণি সিনেমার একসময়ের ‘পাওয়ার কাপল’ ছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২০১৭ সালে রূপকথার মতো বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে যখন তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন, তখন ভক্তদের মন ভেঙে গিয়েছিল। কিন্তু সেই বিচ্ছেদ কেবল একটি সম্পর্কের সমাপ্তি ছিল না, বরং তা ছিল নতুন কিছু গুঞ্জন আর বিতর্কের শুরু।


নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা


সামান্থার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নাগা চৈতন্যের জীবনে আবির্ভাব ঘটে আরেক দক্ষিণি অভিনেত্রী সবিতা ধুলিপালার। টালিউডের এই ‘গোল্ডেন কাপল’ কেন আলাদা হলেন, তা নিয়ে যখন ভক্তরা বিমর্ষ, তখনই খবর রটে যে নাগা প্রতারণা করেছেন! ২০২২ সালে হায়দরাবাদে সবিতার সঙ্গে নাগাকে দেখা যাওয়ার পর থেকেই পরকীয়ার গুঞ্জন জোরালো হয়।


হিউ জ্যাকম্যান ও সাটন ফস্টার


হলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে যখন ২০২৩ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন, তখন পুরো বিশ্ব চমকে গিয়েছিল। তবে সেই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই আলোচনায় আসে এক নতুন নাম—ব্রডওয়ে তারকা সাটন ফস্টার।


আরিয়ানা গ্র্যান্ডে ও ইথান স্ল্যাটার


পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ও অভিনেতা ইথান স্ল্যাটারের প্রেম ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম চর্চিত ও বিতর্কিত অধ্যায়। ‘উইকেড’ সিনেমার শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা নিয়ে যখন গুঞ্জন শুরু হয়, তখন দুজনেই ছিলেন বিবাহিত। আরিয়ানা তখনো ডাল্টন গোমেজের স্ত্রী, অন্যদিকে ইথান তাঁর স্ত্রী লিলি জের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ।


অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট


হলিউডের অন্যতম প্রভাবশালী ও আলোচিত এই জুটির প্রেমের শুরুটা হয়েছিল ২০০৪ সালে, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিং সেটে। তখন ব্র্যাড পিট বিবাহিত ছিলেন সবার প্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে।


মালাইকা অরোরা ও অর্জুন কাপুর


২০১৯ সালে মালাইকা ও অর্জুন কাপুর যখন তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, তখন ভক্তদের কাছে তা অবাক হওয়ার মতো কিছু ছিল না। আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদের আগে থেকেই অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল।


টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি


বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল (আমেরিকান ফুটবল) তারকা ট্রাভিস কেলসির প্রেমের শুরুটা কোনো সাধারণ রোমান্টিক সিনেমার চেয়ে কম নয়।


তাঁদের প্রেমের শুরুটা ছিল অনেকটা রূপকথার গল্পের মতো, যা শুরু হয়েছিল ট্রাভিসের একতরফা ভালো লাগা থেকে। ২০২৩ সালের জুলাই মাসে কেলসি তাঁর ‘নিউ হাইটস’ পডকাস্টে সে ঘটনা শেয়ার করেন। তিনি জানান, টেইলর সুইফটের ‘এরাস ট্যুর’-এর কনসার্টে গিয়ে তিনি গায়িকাকে নিজের ফোন নম্বর লেখা একটি ‘ফ্রেন্ডশিপ ব্রেসলেট’ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।


জেরেমি অ্যালেন হোয়াইট ও রোজালিয়া


এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য বিয়ার’-এর রাঁধুনি চরিত্রে জেরেমি অ্যালেন হোয়াইট যখন সাফল্যের শীর্ষে, ঠিক তখনই তাঁর ব্যক্তিগত জীবনে শুরু হয় ভাঙন। ১০ বছরের বেশি সময় একসঙ্গে কাটানোর পর স্ত্রী অ্যাডিসন টিমলিনের সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও