কোঁকড়া চুলই এখন ট্রেন্ড, যত্ন নেবেন যেভাবে
কোঁকড়া চুল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ভ্রান্ত ধারণা প্রচলিত। অনেকেই মনে করেন এই চুল সামলানো কঠিন, দেখতে ভালো লাগে না, আর এর যত্ন নেওয়াও ভীষণ ঝামেলাপূর্ণ ও ব্যয়বহুল। এসব ধারণার কারণে কোঁকড়া চুল নিয়ে অনেকেই আত্মবিশ্বাস হারান। কিন্তু আর নয়—সময় এসেছে এসব ভুল ধারণা ঝেড়ে ফেলে নিজের স্বাভাবিক সৌন্দর্যকে উপভোগ করার।
কাজরিয়া কায়েস বাংলাদেশের কোঁকড়া চুলের নারীদের কাছে একটি পরিচিত নাম। একসময় বিভিন্ন উপলক্ষ্যে নিজের চুল স্ট্রেইট করাতেই বেশি অভ্যস্ত ছিলেন তিনি। পরবর্তীতে তিনি সিজিএম (কার্লি গার্ল মেথড) সম্পর্কে জানতে পারেন এবং এ নিয়ে বিশদ ঘাঁটাঘাঁটি করার পরে, কোঁকড়া চুল সুন্দরভাবে সামলানোর বিষয়টিতে দক্ষ হয়ে ওঠেন। বাংলাদেশের কোঁকড়া চুলের নারীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হয় তার হাত ধরেই। ফেসবুকে তিনি 'কার্লি গার্ল বাংলাদেশ বাই কাজরিয়া কে' এবং ইনস্টাগ্রামে 'দ্য কার্ল স্টেশন' নামে সাপোর্ট গ্রুপ তৈরি করেন এবং এই সামাজিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তিনি পরামর্শ দিয়ে থাকেন—কীভাবে খুব সহজেই কোঁকড়া চুল সামলানো ও যত্ন নেওয়া যায়।
কাজরিয়া বলেন, 'সিজিএম (কার্লি গার্ল মেথড) নিয়ে অনেকেরই ধারণা যে এটি খুব ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। কিন্তু গত আট বছর ধরে নিয়মিত গবেষণা ও চর্চার অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে বলতে পারি—বিষয়টি মোটেও তেমন নয়। বরং এটি নারীদের পাশাপাশি অল্পবয়সী, তরুণ ও প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য ও কার্যকর।'
সিজিএম অনুসরণ করতে হলে প্রথমেই আপনাকে নিজের চুলের ধরন সম্পর্কে জানতে হবে। চুল হতে পারে ঢেউ খেলানো, সাধারণ কোঁকড়া বা ঘন ও টাইট কোঁকড়া, যা ২এ থেকে ৪সি পর্যন্ত বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন যে, টাইপ ৪সি চুলের জন্য এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু এতে অন্যদের নিরাশ হওয়ার কিছু নেই। কারণ বাস্তবে দেখা গেছে, টাইপ ২এ থেকে ৪এ পর্যন্ত চুলের নারীরাও এই মেথড ব্যবহার করে চুল সুন্দরভাবে সামলাতে সক্ষম হয়েছেন।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- কোঁকড়া চুল