নেটওয়ার্ক দুর্বল, দায়ী কি ফোনের কভার?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। কিন্তু মাঝেমধ্যে দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল, কল ড্রপ বা ইন্টারনেটের ধীরগতির মতো সমস্যায় আমরা বিরক্ত হয়ে যাই। সাধারণত আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা ফোন কোম্পানিকেই দোষারোপ করি। কিন্তু জানেন কি? অনেক সময় আপনার ফোনের কভারও এই সমস্যার পেছনে দায়ী হতে পারে। সত্যিই কি কভার সিগন্যালের উপর প্রভাব ফেলে? চলুন বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিই।


প্রতিটি মোবাইল ফোনের ভেতরে থাকে একটি অ্যান্টেনা, যা রেডিও তরঙ্গের মাধ্যমে নিকটবর্তী মোবাইল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে। এই সিগন্যাল খুব সূক্ষ্ম, তাই অ্যান্টেনা ও টাওয়ারের মাঝখানে কোনো বাধা তৈরি হলে সিগন্যাল দুর্বল হতে পারে। বিশেষ করে যদি ফোন কভারের ভেতরে ধাতু বা চৌম্বকীয় প্লেট থাকে, তবে তা রেডিও তরঙ্গের গতি বাধাগ্রস্ত করে। ফলে সিগন্যালের একটি অংশ প্রতিফলিত বা শোষিত হয়ে যায়, এবং নেটওয়ার্ক মান কমে যেতে পারে।


শুধু ধাতব কভারই নয়, অতিরিক্ত শক্ত প্লাস্টিক, রাবার বা বহু-স্তরের পুরু কভারও সিগন্যালকে কিছুটা বাধা দিতে পারে। এটি বেশি অনুভূত হয় সেই সব জায়গায়, যেখানে নেটওয়ার্ক আগে থেকেই দুর্বল যেমন লিফট, বেসমেন্ট বা দূরবর্তী গ্রামাঞ্চল।


বাজারে এমন অনেক কভার পাওয়া যায়, যেগুলোকে ‘রেডিয়েশন প্রোটেকশন’ কভার হিসেবে প্রচার করা হয়। এগুলিতে এমন উপাদান ব্যবহার করা হয় যা নাকি বিকিরণের প্রভাব কমায়। কিন্তু একইসঙ্গে এগুলো সিগন্যালকেও দুর্বল করে দিতে পারে যা অনেকেই বুঝতে পারেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও