স্বল্প সময়ের খ্যাতি নিয়ে ভাবি না
ধারাবাহিক ‘শাদী মোবারক’ ও ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ অভিনয় করছেন রেজমিন সেতু। নতুন বছরে শুরু হচ্ছে তাঁর আরেক সিরিয়াল বিশ্বাস বনাম সরদার। মুক্তির অপেক্ষায় আছে মোশাররফ করিমের সঙ্গে পাঁচটি একক নাটক। তরুণ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
প্রথম আলো: একসঙ্গে দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে...
রেজমিন সেতু: শামীম জামানের পরিচালনায় ‘শাদী মোবারক’ আর অরণ্য আনোয়ারের ‘নোয়াখালী এক্সপ্রেস’। ‘শাদী মোবারক’ প্রায় শেষের দিকে, শুটিংও শেষ। এতে মোশাররফ করিম ভাই থেকে শামীম জামান, আ খ ম হাসান, রোবেনা রেজা জুঁই, জয়রাজ দাদাসহ অনেক সিনিয়র অভিনেতার সঙ্গে অভিনয় করেছি। কাজটি করে অনেক কিছু শিখতে পেরেছি। ইতিবাচক সাড়া পেয়েছি। ‘নোয়াখালী এক্সপ্রেস’ কয়েক দিন আগেই শুরু হলো। এখানেও অনেক সিনিয়র শিল্পী আছেন। ধারাবাহিকের শুটিং টানা হয়, কোনো তাড়াহুড়া থাকে না, তাই সময়টা আমার মতো নতুন শিল্পীদের জন্য স্কুলিংয়ের মতো কাজ করে।