পাহাড়ে ভ্রমণ বৃদ্ধি পাওয়ায় তাঁবুর চাহিদা বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪

ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল পাহাড়ে ট্রেকিং ও ক্যাম্পিং বা তাঁবুবাসের উদ্দেশ্যে গত নভেম্বরের শেষ সপ্তাহে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম শামুক ঝিরির পাশের মেনকিউ পাড়ায় তিন রাত অবস্থান করে। প্রাকৃতিক সৌন্দর্য আর দুর্গম পরিবেশের টানেই এমন জায়গায় তাদের এই ছুটে যাওয়া।


সেখানে প্রতিটি তাঁবুতে তিনজন করে থাকেন। এটি তাঁদের প্রথম অভিজ্ঞতা নয়; কয়েক মাস পরপরই তাঁরা পাহাড়ে এমন ক্যাম্পের আয়োজন করেন। দেশের পাহাড়ি এলাকায় এ ধরনের অ্যাডভেঞ্চার ভ্রমণ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।


বিভিন্ন ট্যুর অপারেটর সচরাচর পাহাড়ে ট্রেকিং ও ক্যাম্পিংয়ের আয়োজন করে। এ রকম ভ্রমণের প্রধান অনুষঙ্গ হলো তাঁবুতে রাতযাপন, যা ইদানীংকালের ভ্রমণপিপাসুদের বেশ পছন্দ। এসব তাঁবুর অধিকাংশই আমদানি করা, বিশেষ করে চীন থেকে। চাহিদা বাড়ায় এখন দেশীয় প্রতিষ্ঠানগুলোও তাঁবু উৎপাদনে যুক্ত হচ্ছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও