প্রথমবার বিপিএলে নামছেন তারা, ছড়াতে চান আলো
আবারও আশার বেলুন ফুলিয়ে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরে চার-ছক্কার ফুলঝুরি। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ঢাকা পোস্ট খুঁজতে চেষ্টা করেছে এবারের বিপিএলে প্রথমবার ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটারকে। অভিজ্ঞ তারকাদের সঙ্গে তাল মিলিয়ে তারাও এবার আলো ছড়াতে পারেন।
প্রথমবার বিপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের শাকির হোসেন শুভ্র। ঘরোয়া ক্রিকেটে খুব নিয়মিত পারফর্ম না করলেও সুযোগ পেয়েছেন এবারের বিপিএলে। বিপিএল খেলতে পারা তার কাছে স্বপ্নের মতো, ‘প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে যে বড় কোথাও খেলবে। আমারও স্বপ্ন ছিল বিপিএল খেলার। যখন সেই সুযোগ আসে সেটা অবশ্যই ভালো লাগার, আমারও একই অনুভূতি।’
বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর এনসিএল টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্সের সুবাদে বিপিএলেও সুযোগ পাওয়ার প্রত্যাশা ছিল শুভ্র’র, ‘এবার দল পাওয়ার আশা ছিল। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ভালো খেলেছি, এ কারণে একটু আশা তো ছিলই। আমি বাংলাদেশের হয়ে সেভেন্টিন ও নাইন্টিনে খেলেছি। এরপর গেল এক বছর ভালো পারফর্ম করেছি প্রথম শ্রেণির ক্রিকেটে। বিপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চেষ্টা করব। আমার প্রধান লক্ষ্য দলের জয়। আমি নিজে কত রান করছি তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা দলের কাজে লাগছে কি না। কয়টা ম্যাচ জেতাতে পারব সেখানেই আমার নজর।’